মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড শেরপুরের ঝিনাইগাতী উপজেলা শাখার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল হয়েছে।
আজ সোমবার উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড উপজেলা শাখার সভাপতি আবু সালেহ। ইফতারের আগে দেশ ও জাতির সমৃদ্ধি এবং বিশ্বের সকল মুসলিম উম্মার শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
এতে উপস্থিত ছিলেন ঝিনাইগাতী উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম আব্দুল্লাহেল ওয়ারেজ নাইম, নালিতাবাড়ি উপজেলা চেয়ারম্যান মোকছেদুর রহমান লেবু, শ্রীরবদী উপজেলা চেয়ারম্যান এডিএম শহিদুল ইসলাম, ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুবেল মাহমুদ, সহকারী কমিশনার (ভূমি) রাসেদুল হাসান, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার নুরুল ইসলাম হিরু, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড উপজেলা শাখার সাধারণ সম্পাদক ফকির সাইফুল ইসলাম প্রমুখ।
ইফতারে উপজেলার মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধিসহ সুশীল সমাজের নেতৃবৃন্ধ উপস্থিত ছিলেন।