শেরপুরের ঝিনাইগাতীতে সেবারমান নিশ্চিতকরণে নাগরিকদের সম্পৃক্তকরণ শীর্ষক প্রকল্পের আওতায় ইউনিয়ন পরিষদের পঞ্চবার্ষিক পরিকল্পনা অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার বেলা ১টার দিকে সদর ইউনিয়ন পরিষদ চত্তরে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারুক আল মাসুদ।
সদর ইউপি চেয়ারম্যান মো. মোফাজ্জল হোসেন চাঁনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. হুমায়ুন কবির। এতে বক্তব্য দেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. তৌফিকুল ইসলাম খালেক, মানুষের জন্য ফাউন্ডেশন প্রকল্পের সমন্বয়ক সঞ্জিত কুমার দাস, ইউপি সদস্য মো. মোবারক আলী, সাংবাদিক মো. গোলাম রব্বানী টিটু প্রমুখ।
মানুষের জন্য ফাউন্ডেশনের অর্থায়নে ও প্রিপ ট্রাস্টের বাস্তবায়নে সদর ইউনিয়ন পরিষদ আয়োজিত পঞ্চবার্ষিক পরিকল্পনা সভায় সদর ইউনিয়নের ইউপি চেয়ারম্যান ও সদস্যরা আগামী পাঁচ বছরের জন্য ৯টি ওয়ার্ডে ৮১টি প্রকল্প পরিকল্পনা করে পেশ করেন। প্রকল্পগুলো বাস্তবায়নে ব্যয় ধরা হয়েছে ৩ কোটি ৬৯ লাখ ১৫ হাজার টাকা।