শেরপুরের ঝিনাইগাতী উপজেলার ৫নং সদর ইউনিয়ন পরিষদের ২০১৯-২০ অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। আজ সোমবার দুপুরে ইউনিয়ন পরিষদ চত্ত্বরে আয়োজিত অনুষ্ঠানে ইউনিয়ন পরিষদের সচিব মারুফা আক্তার মোট ১ কোটি ১৭ লাখ ১৭ হাজার ২০০ টাকার বাজেট ঘোষণা করেন। এর মধ্যে ব্যয় ধরা হয়েছে ১ কোটি ১০ লাখ টাকা।
অনুষ্ঠানে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মোফাজ্জল হোসেন চাঁনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ইউএনও রুবেল মামুদ। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মালিঝিকান্দা ইউপি চেয়ারম্যান নুরুল আমিন তোতা, বেসরকারি উন্নয়ন সংস্থা প্রিপ ট্রাস্টের উপ-পরিচালক কাবেরী চৌধুরী প্রমুখ। বেসরকারি উন্নয়ন সংস্থা মানুষের জন্য ফাউন্ডেশনের অর্থায়নে প্রিপ ট্রাস্টের বাস্তবায়নে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।