শেরপুরের ঝিনাইগাতী উপজেলার ৭টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সদস্য ও সচিবগণদের নিয়ে ইউনিয়ন পরিষদ সম্পর্কিত তিন দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণ শুরু হয়েছে। বুধবার (৩১ মে) সকালে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের সভাকক্ষে জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট (এনআইএলজি) এ প্রশিক্ষণের আয়োজন করেছে।
এতে প্রধান অতিথি ছিলেন জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউটের (এনআইএলজি) পরিচালক (গবেষণা, পরিকল্পনা ও এইচএলপি বিভাগ) অতিরিক্ত সচিব মো. ইসরাত হোসেন খান। ঝিনাইগাতী উপজেলা প্রশাসনের বাস্তবায়নে এ ‘মৌলিক প্রশিক্ষণ’ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারুক আল মাসুদ। এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এসএমএ ওয়ারেজ নাইম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আশরাফুল কবীর। এ প্রশিক্ষণে উপজেলার সাত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সদস্য ও সচিবগণ অংশ নেন।