শেরপুরের ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুবেল মাহমুদের অফিসিয়াল মোবাইল ফোন নম্বর (০১৭৮৪০৯০৮০৬) ‘ক্লোন’ করে প্রতারণার চেষ্টা করেছে একদল দুর্বৃত্ত। গত শুক্র ও শনিবার সন্ধ্যার পর থেকে উপজেলার বিভিন্ন মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের নিকট ওই নম্বর ব্যবহার করে বিকাশ অ্যাকাউওন্টের (০১৮৪৬৪১১৬২০ প্রতারকদের ব্যবহৃত বিকাশ নম্বর) মাধ্যমে প্রতারণার চেষ্টা করে দলটি। ক্লোন হওয়ার পর বিষয়টি রবিবার (১৬ জুন) ঝিনাইগাতী থানায় সাাধারণ ডায়েরী (জিডি) করবেন বলে জানিয়েছেন ইউএনও রুবেল মাহমুদ।
এ ঘটনায় গত ১৪ই জুন শক্রবার রাত নয়টার দিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ‘ইউএনও ঝিনাইগাতী’ আইডি থেকে একটি স্ট্যাটাসের মাধ্যমে উপজেলার সবাইকে সাবধান থাকতে অনুরোধ জানান ইউএনও রুবেল মাহমুদ।
ইউএনও রুবেল মাহমুদ বলেন, আমার অফিসিয়াল মোবাইল নম্বর ০১৭৮৪০৯০৮০৬। এটিকে একদল দুর্বৃত্ত ক্লোন করে বিকাশের মাধ্যমে প্রতারণা করার চেষ্টা করছে। এখন পর্যন্ত উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের ফোন করে বিকাশের মাধ্যমে প্রতারণা করার চেষ্টা করা হয়েছে।
তিনি আরও বলেন, এ ঘটনা থেকে রক্ষা পেতে নিজের নম্বর দিয়ে তার ফেসবুক আইডিতে একটি স্ট্যাটাস দিয়েছেন তিনি। সেখানে তিনি প্রতারণা থেকে রক্ষা পেতে সবাইকে সচেতন থাকতে অনুরোধ জানিয়েছেন।
স্ট্যাটাসটিতে তিনি লেখেন, ইউএনও ঝিনাইগাতীর সরকারি মোবাইল নম্বরটি ০১৭৮৪-০৯০৮০৬ ক্লোন করে বিভিন্ন ব্যক্তির কাছে টাকা দাবি করা হচ্ছে। দয়া করে কেউ টাকা দিবেন না। প্রতারক হতে সাবধান থাকুন।
মরিয়মনগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অঞ্জন আরেং জানান, শনিবার সন্ধ্যার পরেই ইউএনও স্যারের নম্বর থেকে একটি ফোন আসে। বিদ্যালয়ে ল্যাপটপ দেওয়া হবে। এর জন্যে বিকাশ নম্বরের মাধ্যমে টাকা দাবি করেন। বিষয়টি ইউএনও স্যারকে জানালে আমাকে সিম ক্লোনের বিষয়টি অবগত করেন ও সচেতন থাকার জন্য বলেন। তাকে ছাড়াও এ উপজেলার আরও ৭/৮ জন প্রধান শিক্ষকের কাছে এমন ফোন এসেছে বলে জানান এ প্রধান শিক্ষক।
রবিবার এ ব্যাপারে কথা বলতে গেলে ঝিনাইগাতী থানার ওসি (তদন্ত) আব্দুল কাদের বলেন, এ বিষয়ে এখনও কোনো লিখিত অভিযোগ বা জিডি করেননি তিনি। তবে অভিযোগ করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।