‘আসুন, ফসল ও সম্পদ রক্ষায় সম্ভিলিতভাবে ইঁদুর নিধন করি’ প্রতিপাদ্য সামনে রেখে শেরপুরের ঝিনাইগাতীতে জাতীয় ইঁদুর নিধন অভিযানের উদ্বোধন করা হয়েছে। আজ সোমবার দুপুরের উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এই অনুষ্ঠানের আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেদুল হাসান।
অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান এস এম আব্দুল্লাহেল ওয়ারেজ নাইমের সভাপতিত্বে প্রধান আলোচক ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা হুমায়ুন কবির। আরো বক্তব্য দেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ফরহাদ হোসেন, উপসহকারী কৃষি কর্মকর্তা মঞ্জুরুল ইসলাম, কৃষক আজাহার প্রমুখ।