প্রায় তিন সপ্তাহ ধরে শেরপুরের ঝিনাইগাতীতে পুরোদমে চলছে আমন ধান কাটার উৎসব। আবহাওয়া অনুকূলে ও কৃষকদের সার প্রাপ্তিতে সহজ লভ্যতার কারণে এ বছর আমনের বাম্পার ফলনে কৃষকের মুখে হাসি ফুঁটছে। তবে বাজারে ধানের দাম খুব একটা বেশি নেই।
কৃষি বিভাগের তথ্য অনুযায়ী, এ উপজেলায় চলতি রোপা আমন মৌসুমে ১৪ হাজার ৭০০ হেক্টর জমিতে ধানের আবাদ করা হয়েছে। এসব জমি থেকে ৫৭ হাজার ৭৬২ মেট্রিক টন ধান পাওয়া যাবে বলে আশা করছে কর্তৃপক্ষ। তাদের ধারণা, চলতি মাসের ২০ তারিখের মধ্যে ধান কাটা শেষ হয়ে যাবে। বীজ আগে রোপন করায় কৃষান-কৃষানী মাঠের অধিকাংশ রোপনকৃত পাকা ফসল কেঁটে ঘরে তোলতে ব্যস্ত সময় পার করছেন। ইতিমধ্যে উপজেলার বিভিন্ন এলাকায় প্রায় অর্ধেক জমির ধান কাটা শেষ হয়েছে।
গৌরিপুর ইউনিয়নের তালতলা গ্রামের কৃষক মো. আল-আমিন বলেন, এবার আমন ফসল ভালো হয়েছে। তবে একরে সাড়ে ৪ থেকে ৫ হাজার টাকায় ধান কাটতে হচ্ছে।
উপজেলা কৃষি কর্মকর্তা মো. হুমায়ুন কবির জানান, আবহাওয়া, প্রাকৃতিক পরিবেশ পাচিং ও সার ব্যবস্থাপনা ভাল থাকায় এবার ফসল উৎপাদন ভাল হয়েছে।