শেরপুরের ঝিনাইগাতীতে যথাযোগ্য মর্যাদায় দিনব্যাপী বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।
২১ ফেব্রুয়ারি রাত ১২.০১ মিনিটে উপজেলা পরিষদ শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিবসটির সূচনা করা হয়। পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা চেয়ারম্যান মো.আমিনুল ইসলাম বাদশা ও ইউএনও ফারহানা করিম, থানা পুলিশের পক্ষ থেকে ওসি বিপ্লব কুমার বিশ্বাস।
এছাড়া উপজেলা আওয়ামীলীগ, জাসদ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগ, প্রজন্মলীগ, মুক্তিযোদ্ধা সন্তান কমা-, প্রেসক্লাব পুষ্পস্তবক অর্পণ করেন । এ সময় ভাষা শহীদদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও ১ মিনিট নীরবতা পালন করা হয়।
ভোরে বিভিন্ন সামাজিক সংগঠণ ও শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে শহীদ মিনার চত্বরে ইউএনও ফারহানা করিমের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন,সংসদ সদস্য প্রকৌশলী একেএম ফজলুল হক।
এতে অন্যদের মাঝে বক্তব্য রাখেন, উপজেলা আ’লীগের সভাপতি আলহাজ্ব এসএমএ ওয়ারেজ নাইম, জাসদ’র সভাপতি মিজানুর রহমান, ওসি বিপ্লব কুমার বিশ্বাস, কৃষকলীগের সভাপতি মো. শাহাজ উদ্দিন সাজু, যুবলীগের যুগ্ন আহবায়ক শাহ আলম, ছাত্রলীগের সভাপতি মশিউর রহমান প্রমুখ।
এছাড়া দিবসটি পালনে অন্য কর্মসূচির মধ্যে ছিল জাতীয় পতাকা অর্ধনমিত রাখা, মিলাদ মাহফিল ও বিশেষ প্রার্থনা, বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।