নানা কর্মসূচির মধ্য দিয়ে শেরপুরের ঝিনাইগাতীতে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে ৯ ডিসেম্বর শনিবার সকালে উপজেলা পরিষদের সামনে ঘণ্টাব্যাপী এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধন শেষে বিভিন্ন শ্রেণি পেশার মানুষের অংশ গ্রহণে এক র্যালী শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পরিষদ সভাকক্ষে এক আলোচনা সভায় মিলিত হয়।
দুর্নীতি দমন কমিশন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন, উপজেলা দুর্নীতি কমিটির সভাপতি অধ্যাপক আবুল হাসেম। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারহানা করিম।
সাংবাদিক ও মানবাধিকার কর্মী মো. ইমরান হাসান রাব্বাীর সঞ্চালনায় বক্তব্য রাখেন, ওসি বিপ্লব কুমার বিশ্বাস, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আবু তাহের, মহিলা সদস্য আয়েশা সিদ্দিকা রুপালী, সাংবাদিক গোলাম রব্বানী টিটু প্রমুখ।