“নারী-পুরুষ সমতায় উন্নয়নের যাত্রা, বদলে যাবে বিশ্ব, কর্মে নতুন মাত্রা” এ শ্লোগানকে সামনে রেখে শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে ও উপজেলা প্রশাসনের সহযোগীতায় ৫ মার্চ রবিবার সকাল ১১ ঘটিকা থেকে ১২ ঘটিকা পর্যন্ত উপজেলা পরিষদের সম্মুখে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এসময় উপজেলা ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম মক্কু, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরীন পারভীন, ঝিনাইগাতী সদর ইউপি চেয়ারম্যান মোফাজ্জল হোসেন চাঁনসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, নারী নেত্রী ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।