‘করোনাকালে নারী নেতৃত্ব গড়বে নতুন সমতার বিশ্ব’-এ শ্নোগানে শেরপুরের ঝিনাইগাতীতে মুক্তিযুদ্ধ, মুজিব শতবর্ষ, করোনা পরিস্থিতে নারী নেতৃত্ব এবং নারীর বলিষ্ঠ অবদান শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৮ মার্চ) সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর এ সভার আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুবেল মাহমুদ।
সভায় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফ্লোরা ইয়াসমিনের সঞ্চালনায় বক্তব্য দেন উপজেলা প্রকৌশলী মোজাম্মেল হক, প্রাণী সম্পদ কর্মকর্তা সাদিয়া শিমু, সমবায় কর্মকর্তা সাইফুল ইসলাম, জেলা পরিষদেও নারী সদস্য আয়েশা সিদ্দিকা রুপালী, জয়িতা নারী উম্মে কুলসুম প্রমুখ। এতে সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।