শেরপুরে ঝিনাইগাতীতে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। রাতের প্রথম প্রহরে উপজেলা পরিষদ সংলগ্ন শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পনের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান উপজেলা চেয়ারম্যান এমএম আব্দুল্লাহেল ওয়ারেজ নাইম, ইউএনও রুবেল মাহমুদ, এসিল্যান্ড জয়নাল আবেদীন ও ওসি মোহাম্মদ ফায়েজুর রহমান।
এর পরেই উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, জাসদ, ঝিনাইগাতী ক্ষুদ্র বণিক সমবায় সমিতি লিমিটেডসহ রাজনৈতিক, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন পুষ্পস্তবক অর্পন করে।
ভোরে উপজেলা বিএনপি, শিক্ষাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষেরা ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।
এছাড়া দিবসটি উপলক্ষে সকালে শিশুদের চিত্রাঙ্কন ও বাংলা হাতের লেখা প্রতিযোগিতা, আলোচনা সভা এবং ভাষা শহীদদের স্মরণে দোয়া মাহফিলের আয়োজন করেছে উপজেলা প্রশাসন।