ঝিনাইগাতীতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে শহরে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার সকালে উপজেলা পরিষদ চত্তর থেকে র্যালি শুরু হয়ে শহর প্রদক্ষিণ করে আবার সেখানে গিয়ে শেষ হয়। উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত র্যালিতে অংশগ্রহণ করেন সরকারি, বে-সরকারি, এনজিও স্কুল-কলেজ এবং বিভিন্ন সামাজিক সংগঠনের শতাধিক নেতৃবৃন্দ।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. হুমায়ুন কবির, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফ্লোরা ইয়াসমিন, ঝিনাইগাতী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক গোলাম রব্বানী টিটু প্রমুখ।