জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ ইউনেস্কোর “মেমোরি অব দ্য’ ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল রেজিস্টার” এ অন্তর্ভূক্তির মাধ্যমে বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য স্বীকৃতি পাওয়ায় আগামী ২৫ নভেম্বর শেরপুরের ঝিনাইগাতীতে আনন্দ শোভাযাত্রা বের করা হবে।
এ উপলক্ষে ২২ নভেম্বর বিকেলে উপজেলা পরিষদ সভাকক্ষে প্রশাসনের আয়োজনে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা করিম।
এতে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এসএমএ ওয়ারেজ নাইম, সাধারন সম্পাদক এসএম আমিরুজ্জামান লেবু, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক ডেপুটি কমান্ডার শামছুল আলম, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক হারুন অর রশিদ, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক শাহ আলম প্রমূখ।
এছাড়া সরকারী, বেসরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগনসহ সুশীল সমাজের সদস্যরা উপস্থিত ছিলেন।