শেরপুরের ঝিনাইগাতীতে আদিবাসী ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলা ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশনের আয়োজনে মরিয়মনগর নগর মিশন উচ্চ বিদ্যালয় মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।
খেলায় মরিয়ম নগর চাসং গিত্তালনী ক্লাব ফুটবল একাদশ ১-০ গোলে দুধনই আদিবাসী ফুটবল একাদশ কে পরাজিত করে চ্যাম্পিয়ান হয়েছে। খেলা শেষে উপজেলা ট্রাইবাল ওয়েল ফেয়ার এসোসিয়েশনের চেয়ারম্যান মি.নবেশ খকসির সভাপতিত্বে ফাইনাল খেলায় পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান মো.আমিনুল ইসলাম বাদশা।
অন্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলার নুলকুড়া ইউপি চেয়ারম্যান মো.আয়ুব আলী ফর্সা, গৌরিপুর ইউপি চেয়ারম্যান মো.হাবিবুর রহমান মন্টু, মরিয়ম নগর মিশনের ফাদার সুবল খুজুর সিএসসি, মরিয়ম নগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.অঞ্জন আরেং প্রমূখ।