স্থানীয় সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডে এবং সরকারী বেসরকারী বিভিন্ন কমিটিতে আদিবাসীদের অংশ গ্রহণ নিশ্চিতকরনের লক্ষ্যে শেরপুরের ঝিনাইগাতীতে এক উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ (২৯ অক্টোবর) সোমবার সকালে উপজেলার কাংশা ইউনিয়ন পরিষদের হলরুমে কারিতাস আলোক-২ প্রকল্প ওই সভার আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন কাংশা ইউপি চেয়ারম্যান আলহাজ্ব জহরুল হক ।
উপজেলা ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশন (টিডব্লিউএ) চেয়ারম্যান নবেশ খকসী সভাপতিত্বে করেন। এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইউপি সদস্য বকুল চন্দ্র্র কোচ, মো. হজরত আলী, মো. মোসলেম উদ্দিন, মো. আলমাছ আলী, মো. লুৎফর রহমান, মো. ইনতাজ আলী, মো. আঃ রশিদ, মো. জাহাঙ্গীর আলম, মর্জিনা বেগম, লতিফা বেগম, ইউপি সচিব মো. সোলাইমান, কারিতাস আলোঘর প্রকল্পের এরিয়া কো-অর্ডিনেটর সত্যজিত মৃ প্রমুখ। অনুষ্ঠানে অর্ধশতাধিক ৪৫ জন আদিবাসী নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।