ফাইল ছবি
শেরপুরের ঝিনাইগাতীতে ২৯ আগস্ট মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারহানা করিমের সভাপতিত্বে আইন শৃংখলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম বাদশা, ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম মক্কু, সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ সাদিকুর রহমান, ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার বিশ্বাস, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসএম আমিরুজ্জামান লেবু, ঝিনাইগাতী মহিলা আদর্শ ডিগ্রী কলেজের অধ্যক্ষ খলিলুর রহমান, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যাপক আবুল হাশেম ও সাংবাদিক এম মোকাদ্দেস প্রমুখ। সভায় ৭ ইউপি চেয়ারম্যানসহ উপজেলার বিভিন্ন সরকারী-বেসরকারী দপ্তরের প্রধানগণ উপস্থিত ছিলেন। বক্তারা সভায় ঝিনাইগাতী উপজেলা আইন শৃংখলা পরিস্থিতি সন্তোষজনক বলে বক্তব্য প্রদান করেন। ওসি বিপ্লব কুমার বিশ্বাস ঝিনাইগাতী উপজেলার সার্বিক আইন শৃংখলা পরিস্থিতি ভাল রাখতে সকলের সহযোগীতা কামনা করেন।
শেরপুর টাইমস/ বা.স