“স্কুল ও পরিবারের যৌথ চেষ্টায় শিক্ষার্থীর জীবন উন্নত হয়” এ স্লোগানকে সামনে রেখে শেরপুরের ঝিনাইগাতীতে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ২৯ মার্চ বৃহস্পতিবার বিকেলে উপজেলার বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান যিদনী মডেল স্কুলের মাঠে এ সমাবেশর আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. আবু তাহের।
এতে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মো. আব্দুস সামাদ। সমাবেশে বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও সাংবাদিক মো. জাহিদুল হক মনিরের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মো. ফারুখ আহমেদ, কাংশা ইউনিয়ন বিএনপি’র সভাপতি মো. আতাউর রহমান মাষ্টার, বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সহ-সভাপতি মো. সফর উদ্দিন, প্রধান শিক্ষক মো. কাউসার আহমেদ লালন, শিক্ষক মো. হবি মিয়া, অভিভাবক মো. জবেদ আলী প্রমূখ। এ সমাবেশে প্রায় ৩শতাধিক অভিভাবক উপস্থিত ছিলেন।