আজ ৫ জানুয়ারি বুধবার ৫ম ধাপে শেরপুরের ঝিনাইগাতীতে ৭টি ও শ্রীবরদীতে একটি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।
গতকাল কেন্দ্রে কেন্দ্রে সব সরঞ্জামাদি এলেও আজ সকালে এসেছে ব্যালট পেপার। নির্বাচন সুষ্ঠ করতে মোতায়েন রয়েছে আইন শৃংখলা বাহিনী।
কুয়াশা থাকায় ভোটারদের উপস্থিতি কম হলেও বেলা বাড়ার সাথে সাথে উপস্থিতি বাড়বে বলে মনে করছেন নির্বাচন সংশ্লিষ্টরা।
জেলা নির্বাচন কর্মকর্তা শানিয়াউজ্জামান জানান, ঝিনাইগাতীর ৭ ইউনিয়নে ভোটার সংখ্যা ১ লক্ষ ৩৭ হাজার ৩১৮ জন। নির্বাচনে চেয়ারম্যান পদে ৪২, সাধারণ সদস্য পদে ২৬৩ ও সংরক্ষিত নারী সদস্য পদে ১০৯ জন ও শ্রীবরদীর খড়িয়াকাজিরচর ইউপিতে ভোটার সংখ্যা ১৯ হাজার ৮শ ৪২ জন।
এখানে চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।