শেরপুরে প্রমোটিং রাইটস অ্যান্ড এম্পাওয়ারমেন্ট থ্রু ইনিশিয়েটিভ অব পিপলস্ (প্রিপ) আইপি জনগোষ্ঠীর ঝরে পড়া শিক্ষার্থীদের সরকারি সুবিধা প্রাপ্তির বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
১৬ জানুয়ারি বৃহস্পতিবার সকালে শহরের আয়শার ইন হোটেল এর সভাকক্ষে হিউম্যান রাইটস ডিফেন্ডারস ফোরাম এইচআরডি এর আয়োজনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জ্যোতি বাড়ৈর সঞ্চালনায় এবং আদিবাসী সমাজ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক তাপস বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ লুৎফুল কবির।
এ সময় অন্যান্য অতিথির মধ্যে বক্তব্য রাখেন জেলা সমাজসেবা অধিদপ্তরের প্রতিনিধি কবি হাসান শরাফত, আইইডি ফেলো সুমন্ত বর্মন, শেরপুর প্রেসক্লাবের কার্যকরী সভাপতি রফিক মজিদ, সদর উপজেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক সোলাইমান আহমেদ, এইচআরডি এর আহবায়ক বিদ্বান বিশ্বাস, পরিবেশবাদী দেবদাস চন্দ্র বাবু প্রমুখ।