আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনের সাংসদ বেগম মতিয়া চৌধুরী বলেছেন সারা পৃথিবীতে কৃষি নির্ভর অর্থনীতি আর আগের মতো নেই। ব্যবসা বাণিজ্য, শিল্প কলকারখানা ও জ্ঞান বিজ্ঞানের দিকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ।
তিনি বৃহস্পতিবার (৬ জানুয়ারি) দুপুরে তার নির্বাচনী এলাকা শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নন্নী ইউনিয়নের নন্নী ঈদগাঁহ মাঠে শিক্ষার্থী, ধর্মীয়নেতা ও শীতার্ত দরিদ্র অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণকালে একথা বলেন। এসময় তিনি আরো বলেন মানুষ চাঁদে বাড়ি বানাতে যাচ্ছে। বাংলাদেশ থেকে স্যাটেলাইট উৎক্ষেপণ করা হয়েছে। তাই আমরা ছোট দেশ হলেও বড় বড় দেশ যা করে আমরা তাদের চেয়ে পিছিয়ে নেই। শেখ হাসিনার সরকার আছে বলেই এসব কিছু করা সম্ভব হয়েছে।
পরে বেগম মতিয়া চৌধুরী তার ব্যক্তিগত তহবিল হতে নালিতাবাড়ী উপজেলার ৭টি ইউনিয়ন ও ১টি পৌরসভার সকল প্রাথমিক বিদ্যালয় ও মাদ্রাসার ইবতেদায়ী শাখার দ্বিতীয় শ্রেণির টপ টেন মেধাবী ৯৯০জন শিক্ষার্থী, ৮৬০ জন ইমাম-মুয়াজ্জিন, ১০৮জন পুরোহিত-সেবায়েত, ৮জন ফাদার ও শীতার্ত ২ হাজার ৭৬৬জনকে একটি করে শীতবস্ত্র কম্বল বিতরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা হেলেনা পারভীন, নালিতাবাড়ী সার্কেল এসপি আফরোজা নাজনীন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম, পৗরসভার মেয়র আবুবক্কর সিদ্দীক, কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা গোপাল চন্দ্র সরকার, জেলা আওয়ামী লীগ নেতা সরকার গোলাম ফারুক, নালিতাবাড়ী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুল হক, সাংগঠনিক সম্পাদক ফারুক আহমেদ বকুল, উপজেলা কৃষক লীগের যুগ্ম-আহবায়ক আজাদ মিয়া, ইউপি চেয়ারম্যান বিল্লাল হোসেন চৌধুরীসহ অন্যান্য নেতৃবৃন্দ।