শেরপুরে বঙ্গবন্ধু গোল্ডকাপ জেলা ফুটবল লীগে গ্রুপ পর্বে নিজেদের শেষ খেলায় কাকলি স্পোর্টিং ক্লাবকে টাইব্রেকারে ৫-৩ গোলের ব্যবধানে হারিয়ে সেমিফাইনালে ওঠেছে চকপাঠক ক্রীড়াচক্র। স্থানীয় শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে মঙ্গলবার (২৬ অক্টোবর) অনুষ্ঠিত খেলাটি নির্ধারিত সময় পর্যন্ত ১-১ গোলে অমিমাংসিত ছিল।
শুরু থেকেই আক্রমণ-পাল্টা আক্রমণে খেলতে থাকে দুই দল। কিন্তু ফরোয়ার্ডদের ব্যর্থতায় উভয় দলই গোল মিসের মহড়া দিতে থাকে। তীব্র প্রতিদ্বদ্বিতাপূর্ণ খেলায় প্রথমার্ধের ২৯ মিনিটের মাথায় চকপাঠক ক্রীড়াচক্রের মিডফিল্ডার শাহীন মিয়া গোল করে দলকে এগিয়ে দেন। প্রথমার্ধে আর কোন গোল না হওয়ায় ১-০ গোলের লিড নিয়ে বিরতি যায় চকপাঠক ক্রীড়াচক্র। বিরতি থেকে ফিরে কাকলি স্পোর্টিং ক্লাব গোল পরিশোধে মরিয়া হয়ে ওঠে। তারা গোলের বেশ কিছু সুযোগও সৃষ্টি করে। কিন্তু আক্রমণভাগের খেলোয়াড়দের ব্যর্থতায় তা আর পূর্ণতা পায়নি। প্রতি আক্রমণে চকপাঠক ক্রীড়াচক্রও বেশ কয়েকটি সহজ গোলের সুযোগ নষ্ট করায় গোল সংখ্যা আর বাড়েনি। চকপাঠক ক্রীড়াচক্রের জয় যখন অনেকটা নিশ্চিত তখনই খেলার অন্তিম মুহুর্তে ইনজুরি টাইমের শেষ মিনিটে আচমকা একটি আক্রমণ থেকে কাকলির ফরোয়ার্ড সিরাজুল ইসলাম বাবু গোল করলে ১-১ গোলের সমতায় খেলার নির্ধারিত সময় শেষ হয়।
পরে টাইব্রেকারে চকপাঠক ক্রীড়াচক্রের ৫ খেলোয়াড় গোল করলেও কাকলির ৪র্থ শটটি প্রতিপক্ষের গোলকিপার ফিরিয়ে দিলে ৫-৩ গোলের জয়ে উল্লাসে ফেটে পড়ে চকপাঠক ক্রীড়াচক্রের খেলোয়াড়-কর্মকর্তা, সমর্থকরা। অভিজ্ঞ রেফারি মজিবুর রহমান খেলা পরিচালনা করেন। তাকে দুই লাইনে সহায়তা করেন সহকারি রেফারি মীর মোতালেব হোসেন ও আক্তারুজ্জামান ইসমাইল। ৪র্থ রেফারি হিসেবে দায়িত্ব পালন করেন মো. আব্দুল মান্নান। আগামী ২৯ অক্টোবর সেমিফাইনালে চকপাঠক ক্রীড়াচক্রের প্রতিদ্বদ্বিতা হবে বুধবারের মোহাম্মদ আলী স্পোর্টিং ক্লাব বনাম কুসুমকলি স্পোর্টিং ক্লাবের মধ্যেকার বিজয়ী দল। ডিএফএ কর্মকর্তারা জানান, বঙ্গবন্ধু গোল্ডকাপ শেরপুর জেলা ফুটবল লীগের এবারের খেলায় জেলার ১৬টি ক্লাব/সংস্থার দল ৪টি গ্রæপে ভাগ হয়ে লীগভিত্তিতে প্রতিদ্বদ্বিতা করছে।