শেরপুর জেলা প্রশাসনের কন্ট্রোল রুমে ই-মেইল করে কর্মহীন শ্রমিকরা পেলেন প্র্রধানমন্ত্রীর খাদ্য সামগ্রী। গত ২৭ এপ্রিল সোমবার dcsherpurcoronahelp@gmail.com এই ই-মেইলে হোটেল রেস্তোরাঁ মালিক সমিতির পক্ষ থেকে কর্মহীনদের তালিকা করে ই-মেইল করে। পরে জেলা প্রশাসক আনার কলি মাহবুবের নির্দেশনায় বুধবার (২৯ এপ্রিল) রাতে তাদের বাড়ি গিয়ে তাদের কাছে প্রধানমন্ত্রীর খাদ্য সামগ্রী বিতরণ করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান। এতে জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান বলেন, আমরা জেলা প্রশাসক আনার কলি মাহবুব স্যারের নির্দেশনায় বুধবার রাতে কর্মহীন বাড়ি বাড়ি দিয়ে তাদের কাছে প্রধানমন্ত্রী খাদ্য সামগ্রী বিতরণ করি। এসময় সবাই সামাজিক দূরত্ব বজায় রাখি এবং উপস্থিত সকলে সচেতন করি।