শেরপুর জেলা কারাগারে জেলহাজতে থাকা শামীম মিয়া (৩২) নামে ঝিনাইগাতীর একটি হত্যা মামলার প্রধান আসামী মারা গেছেন। ১২ অক্টোবর বৃহস্পতিবার প্রথম প্রহরে রাত ২টার দিকে জেলা কারাগারে হৃদরোগে আক্রান্ত হলে তাকে দ্রুত জেলা হাসপাতালে ভর্তির পর তার মৃত্যু ঘটে বলে জেলার ইসমাইল হোসেন জানিয়েছেন।
মৃত শামীম মিয়া ঝিনাইগাতীর পূর্ব বাকাকুড়া গ্রামের আবেদ আলী মন্ডলের ছেলে। বৃহস্পতিবার দুপুরে জেলা হাসপাতাল মর্গে ময়নাতদন্তের পর লাশ পরিবারের সদস্যদের নিকট হস্তান্তর করা হয়।
শেরপুর টাইমস/ বা.স