ময়মনসিংহ বিভাগকে বাল্যবিবাহ মুক্ত করতে বিভাগের প্রতিটি জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে বাল্যবিবাহ বিরোধী মানববন্ধন ও গণস্বাক্ষর কর্মসূচি সহ নানা কর্মসূচি গ্রহন করা হয়েছে তারই অংশ হিসেবে শেরপুর জেলাকে বাল্য বিয়ে মুক্ত করার লক্ষে নানা কর্মসূচী পালন করছে শেরপুর জেলা প্রশাসন।
এসব কর্মসূচীর অংশ হিসেবে আজ ১১ ডিসেম্বর দুপুরে শেরপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে জনসচেতন সৃষ্টির জন্য শেরপুর নিউমার্কেট মোড়ে এক বিশাল মানব বন্ধন অনুষ্ঠিত হয়। মানব বন্ধনের উদ্বোধন করেন জাতীয় সংসদের হুইপ মো: আতিউর রহমান আতিক।
এসময় জেলা প্রশাসক আনারকলি মাহবুব, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক এটিএম জিয়াউর ইসলাম, শেরপুর পৌরসভার মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, শেরপুর সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান রফিকুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার ফিরুজ আল মামুন, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সাবিহা জামান শাপলা।
এছাড়াও সুশীল সমাজের নেতৃবৃন্দ, শিক্ষক, সাংবাদিক রাজনৈতিক নেতৃবৃন্দসহ সর্বস্তরের মানুষ অংশ গ্রহণ করেন।
এসময় প্রধান অতিথির বক্তব্যে হুইপ আতিক বলেন, আমরা যে কোন মূল্যে শেরপুর জেলাকে বাল্যবিয়ে মুক্ত করবো। এজন্য সবার সহযোগিতা কামনা করছি।
একই দিন শেরপুর জেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদ অফিসের সামনে থেকে র্যালী ও মানব বন্ধন কর্মসূচী পালন করা হয়। এসময় বাল্যবিয়ে বিরোধী প্রচারনায় গণস্বাক্ষরও নেয়া হয়। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে প্রচারণামূল ব্যানার টানানোসহ গণস্বাক্ষর গ্রহণ করা হয়।