‘আপনাদের আমানতের খেয়ানত ১৯৯১ থেকে ১৯৯৬ পর্যন্ত বিরোধী দলের এমপি ছিলাম, তখনো করি নাই। এখনো আপনাদের আমানতের খেয়ানত করার আগে আল্লাহ যেন আমার মৃত্যু দেয়। জীবন গেলেও আপনাদের আমানতের খেয়ানত করবো না’ বলে জানিয়েছেন শেরপুর-২ (নকলা, নালিতাবাড়ী) আসনের আ’লীগ প্রার্থী কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী। তিনি ২০ডিসেম্বর বৃহস্পতিবার দুপুরে নালিতাবাড়ী পৌর শহরের সার্জেন্ট আহাদ পার্কে শহর আ’লীগ আয়োজিত নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি আরো বলেন, ‘শেরপুর-২ আসনে যা করছি, উপরে আল্লাহ আর নীচে আপনাদের ভোটের মাধ্যমে সম্ভব হইছে। আল্লাহ রহমত করছে, আর আপনারা ভোট দিয়া রহমত বাড়াইয়া দিছেন এজন্যই সব সম্ভব হইছে। আগামী ৩০ তারিখ আপনাদের কাছে দুই হাত পাইতা নৌকার জন্য ভোট চাই’।
পথসভায় শহর আওয়ামীলীগ সভাপতি হাবিবুর রহমান ডিপুর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন নালিতাবাড়ী পৌরসভার মেয়র আবু বক্কর সিদ্দিক, নালিতাবাড়ী উপজেলা আ’লীগ সাধারণ সম্পাদক ফজলুল হক, সভাপতি মুক্তিযোদ্ধা জিয়াউল হোসেনসহ আ’লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।