আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও জাতীয় সংসদের উপনেতা বেগম মতিয়া চৌধুরী এমপি বলেছেন, জনগণের জন্য জীবন ও যৌবনের মায়া ত্যাগ করে স্বাধীনতার পক্ষে লড়াই করে সোনার বাংলাদেশ গড়তে নিরলসভাবে কাজ করে যাচ্ছি। ভবিষ্যতে দেশের আরোও উন্নয়ন ও মানুষের সেবা করতে চাই। এজন্য আপনাদের সকলের দোয়া চাই। ইমান ও আমল নিয়ে মরতে চাই।
বুধবার (২৭ সেপ্টেম্বর) তার নির্বাচনী এলাকা নালিতাবাড়ী ও নকলা উপজেলায় দিনব্যাপী সকল ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন ও সংষ্কারের লক্ষ্যে অনুদানের টাকার চেক বিতরণকালে নকলা মুক্তমঞ্চে তিনি এসব কথা বলেন।
এসময় তিনি আরো বলেন, আপনারা যতক্ষণ মনের মাঝে রাখবেন ততক্ষণ আমি আছি। আপনাদের হক পাই পাই করে মিটিয়ে দিতে চাই। জনগনের হক সুষ্ঠভাবে মিটিয়ে দিয়ে ঈমানের সহিত যেন মরতে পারি এজন্য আমি আল্লাহর কাছে দোয়া চাই।
সংসদ উপনেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ও তার ব্যক্তিগত তহবিলের বরাদ্দ থেকে অনুদানের টাকার চেক দুই উপজেলার সকল মসজিদ, মন্দির, গীর্জা, এতিমখানা, কবরস্থান, শ্মশান ও ঈদগা মাঠের উন্নয়ন এবং সংষ্কারের লক্ষ্যে বিতরণ করেন।
এসব চেক বিতরণ পৃথক দুটি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নালিতাবাড়ী নির্বাহী কর্মকর্তা খৃষ্টফার হিমেল রিছিল ও নকলা উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া উম্মুল বানিন। এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার সাইদুর রহমান, নালিতাবাড়ী সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার দিদারুল ইসলাম, নকলা উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মোহাম্মদ বোরহান উদ্দিন, নালিতাবাড়ী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাজী আমিনুল ইসলাম, পৌর সভার মেয়র আবুবকর সিদ্দিক, হাফিজুর রহমান, নালিতাবাড়ী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোস্তফা কামাল, সাধারণ সম্পাদক ওয়াজ করুনী, নকলা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহসহ আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
এদিন মতিয়া চৌধুরী নালিতাবাড়ী উপজেলার সকল ধর্মীয় প্রতিষ্ঠানে ৮৬ লাখ ৮৫ হাজার টাকা ও নকলা উপজেলায় ৬৯ লাখ ৬৪ হাজার টাকা অনুদান হিসেবে বিতরণ করেন।