চলতি মাসের ২০ তারিখে জিম্বাবুয়ের মাটিতে শুরু হতে যাচ্ছে জিম আফ্রো টি-১০ লিগ। এ আসরে বুলাওয়ায়ো ব্রেভসের হয়ে খেলবেন বাংলাদেশি পেসার তাসকিন আহমেদ। এর আগে সরাসরি চুক্তিতে বাংলাদেশি উইকেটকিপার-ব্যাটার মুশফিকুর রহিমকে দলে নিয়েছে জোবার্গ বাফালোসে। এরপর ‘স্পিডস্টার’ খ্যাত পেসার তাসকিন এ লিগে দল পেলেন।
সোমবার (৩ জুলাই) চলছে জিম আফ্রো টি-১০ লিগের প্লেয়ার ড্রাফটের অনুষ্ঠান। সেখান থেকে তাসকিনকে দলভুক্ত করেন বুলাওয়ায়ো ব্রেভস কর্তৃপক্ষ। সতীর্থ হিসেবে জিম্বাবুয়ের তারকা অলরাউন্ডার সিকান্দার রাজা, অস্ট্রেলিয়ার অভিজ্ঞ স্পিনার অ্যাস্টন টার্নার এবং ইংল্যান্ড পেসার টাইমাল মিলসকে পাচ্ছেন তিনি।
এর আগে আইপিএল, পিএসএল এবং কাউন্টিতেও খেলার প্রস্তার পেয়েছিলেন তাসকিন। কিন্তু জাতীয় দলের খেলাকে প্রাধান্য দিয়ে এসব প্রস্তাব উপেক্ষা করেছেন বাংলাদেশি এ পেসার।
এবারের আসরে খেলা দলগুলো হলো- বুলাওয়ায়ো ব্রেভস, হারারে হারিকেনস, ডারবান কালান্দার্স, জোবার্গ বাফালোস বুলাওয়ায়ো ব্রেভস ও কেপ টাউন স্যাম্প আর্মি। আসরের সবগুলো ম্যাচের ভেন্যু জিম্বাবুয়ের হারারে। আসরটি শেষ হবে আগামী ২৯ জুলাই।