জিম্বাবুয়ে বিপক্ষে সবশেষ ওয়ানডে সিরিজে ব্যাট হাতে নিজেকে নতুন করে চিনিয়েছেন লিটন দাস। সিলেটে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজে ব্যাট করতে নেমে দুটোতেই সেঞ্চুরি করেন তিনি। তার ক্যারিয়ার সেরা ১৭৬ রানের ইনিংসটিও আসে জিম্বাবুয়ের বিপক্ষে। আবার প্রতিপক্ষ হিসেবে জিম্বাবুয়ে পেয়ে জ্বলে উঠেক্সহে লিটনের ব্যাট। অনবদ্য ব্যাটিংয়ে হারারেতে ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরি তুলে নিয়েছেন তিনি।
জিম্বাবুয়ের বিপক্ষে এদিন শুরু থেকেই দেখেশুনে খেলেন লিটন। সতীর্থরা ড্রেসিংরুমে যাওয়া-আসার মিছিলে যোগ দিলেও একপ্রান্ত আগলে রেখে দলের রান বাড়ানোর কাজ করে যান তিনি। ৭৮ বলে অর্ধশতকের স্বাদ পেয়েও তৃপ্ত হননি লিটন। পরে ইনিংসটাকে তিন অঙ্কে রূপ দেন এই উইকেটরক্ষক ব্যাটসম্যান। ওয়েসলে মাধেভেরের করা ইনিংসের ৪০তম ওভারের তৃতীয় বলটি ডিপ মিড উইকেড়ে ঠেলে দিয়ে ১ রান নিয়ে শতকের উদযাপনটা সেরে নেন লিটন।
জিম্বাবুয়ের বিপক্ষে পরিসংখ্যান বেশ সমৃদ্ধ লিটনে। সিরিজের প্রথম ওয়ানডেতে আজ (শুক্রবার) মাঠে নামার আগেও ব্যাট হতে দেখিয়েছেন তিনি। ওয়ানডেতে আগের ৪৪ ম্যাচের ক্যারিয়ারে তার রান ছিল ১১৮০, যেখানে জিম্বাবুয়ের বিপক্ষে ৯ ম্যাচেই করেছেন ৪২২ রান। ক্যারিয়ারে ২৯ গড়ে ব্যাটিং করলেও জিম্বাবুয়ের বিপক্ষে লিটনের ব্যাটিং গড় ৫৩ ছাড়ানো।
এ ম্যাচেও তার উপর বাড়তি প্রত্যাশা ছিল দলের। সে আস্থার প্রতিদান দিয়েছেন এই উইকেটরক্ষক ব্যাটসম্যান। দলের বিপর্যয়ের মুখে ব্যাট করে তুলে নিয়েছেন ক্যারিয়ারের চতুর্থ শতক। যার তিনটি আসলো জিম্বাবুয়ের বিপক্ষে। এদিন শতক করতে ১১০ বল খেলেন লিটন। যেখানে ইনিংসে কোনও ছয় না থাকলেও তার ব্যাট থেকে আসে চারটি চারের মার।
টিআইএস/এনইউ