জাহেদ আলী চৌধুরী ছিলেন রাজনীতিক ও জাতীয় সংসদের সাবেক হুইপ । ১৯৪৮ সালে শেরপুরের নকলা উপজেলার চর অষ্টধর ইউনিয়নের চরভাবনা কামানীরপাড় গ্রামে তিনি জন্ম গ্রহণ করেন।তার বাবা জোনাব আলী চৌধুরী ও মা চৌধুরী ছবরুন্নেসা ছিলেন শিক্ষানুরাগী, সমাজ সংস্কারক, আধুনিক চিন্তা চেতনার সাহসী মানুষ।
ছাত্রজীবনে জাহেদ আলী চৌধুরী ১৯৬২ সালে হামুদুর রহমান শিক্ষা কমিশনের রিপোর্ট বিরোধী আন্দোলনের মাধ্যমে সক্রিয় রাজনীতি শুরু করেন। ১৯৮৫ সালে তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে সাবেক মহাসচিব প্রয়াত আ.সালাম তালুকদারের হাত ধরে ব্যবসার পাশাপাশি বিএনপির রাজনীতিতে সম্পৃক্ত হন। তিনি স্বীয় দক্ষতায় ও পরিশ্রমে গড়ে তুলেন পূবালী কন্সট্রাকশন কোং লিঃ, পূবালী কিল্ডার্স এন্ড ডেভেলপার, পূবালী ইন্টারন্যাশনাল, নেসেট গার্মেন্টস।
২০০১ সালের চার দলীয় জোটের প্রার্থী হিসেবে তিনি নকলা-নালিতাবাড়ী আসনে এমপি নির্বাচিত হয়ে জাতীয় সংসদের হুইপ ও শেরপুর জেলার দায়িত্ব প্রাপ্ত মন্ত্রী মনোনিত হন। তার নেতৃত্বে শেরপুর জেলা বিএনপির রাজনীতিতে নতুন গতির সঞ্চার হয়। মৃত্যুর আগ পর্যন্ত তিনি বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রকাশনা সম্পাদকের দায়িত্বে ছিলেন। তিনি চৌধুরী ছবরুন্নেমহিলা কলেজ, কোটের চর জোনাব আলী দাখিল মাদ্রাসা, কোটের চর জাহেদ আলী চৌধুরী ও মাহবুব আলী চৌধুরী আল আমিন এতিম খানার প্রতিষ্ঠাতা।তিনি ঢাকা মোহামেডান ক্লাবের সহ সভাপতি ও রেড ক্রিসেন্টের আজীবন সদস্য ছিলেন।তিনি ২০১১ সালের ৪ জানুয়ারী ঢাকায় ইন্তেকাল করেন।
শেরপুর টাইমস/বা.স