শেরপুরের নকলা উপজেলা পরিষদ নির্বাচনে জাল ভোট দেওয়ার দায়ে জলিল মিয়া (৩০) নামে এক যুবককে তিন দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাজাপ্রাপ্ত জলিল মিয়া দক্ষিণ কায়দা গ্রামের রমজান আলীর ছেলে।
২১ মে মঙ্গলবার নকলা পৌরশহরের ১০ নং কায়দা দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে জাল ভোট দেওয়ার সময় ভ্রাম্যমাণ আদালত এ সাজা প্রদান করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এস এম মুনীব।
জানাযায়, ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে নকলা উপজেলায় কায়দা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট গ্রহণের শেষ দিকে জাল ভোট দেওয়ার সময় হাতেনাতে আটক করা হয় এবং ভ্রাম্যমাণ আদালতে এ রায় দেওয়া হয়।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এস এম মুনীব তথ্যটি নিশ্চিত করেছেন।
এর আগে সকাল ৮টায় শেরপুরের নকলা ও নালিতাবাড়ী উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়।