রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র, গোপন বৈঠক ও নাশকতার পরিকল্পনায় জড়িত থাকার অভিযোগে শেরপুরে মোহাম্মদ আলী (৪৫) নামে এক জামায়াত নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে শহরের নতুন বাস টার্মিনাল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। সে সদর উপজেলার চরশেরপুর ইউনিয়নের যোগিনীবাগ গ্রামের আব্দুল খালেকের ছেলে এবং ওই ইউনিয়ন জামায়াতের সাধারণ সম্পাদক।
বুধবার দুপুরে গ্রেফতারকৃত জামায়াত নেতাকে ৫ দিনের পুলিশ রিমান্ডের আবেদনসহ আদালতে সোপর্দ করা হলে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ সাইফুর রহমান বৃহস্পতিবার তা শুনানীর তারিখ ধার্য করে তাকে জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
গোপন সূত্রে সংবাদে ভিত্তিতে অভিযান চালিয়ে গত ২৬ জুলাই রাতে শহরের কাজীবাড়ী পুকুরপাড় সংলগ্ন সাবেক সেনাসদস্য ফরহাদ মিয়ার ছাত্র মেস থেকে বিপুল পরিমাণ রাষ্ট্রবিরোধী পুস্তক, জামায়াত ও শিবিরের সাংগঠনিক কাগজপত্রসহ ৪ শিবির নেতাকে গ্রেফতার করে পুলিশ। ওই ঘটনায় সন্ত্রাস দমন আইনে একটি নিয়মিত মামলা রেকর্ড হয় সদর থানায়। ওই মামলায় গ্রেফতারকৃত আসামীদের জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে মঙ্গলবার সন্ধ্যায় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ নতুন বাস টার্মিনাল এলাকা থেকে জামায়াত নেতা মোহাম্মদ আলীকে গ্রেফতার করে। অভিযোগ রয়েছে, সে যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়া শুরুর পর থেকেই নানা কৌশলে দলীয় তৎপরতা চালানোসহ সরকারবিরোধী ষড়যন্ত্রেও লিপ্ত রয়েছে। ইতোপূর্বে প্রায় দু’মাস আগে সে নিজ এলাকায় ছড়িয়ে ছিটিয়ে থাকা জামায়াত নেতা-কর্মীদের নিয়ে জমায়েতের প্রস্তুতি নিলে থানা পুলিশের হানায় তা ভন্ডুল হয়ে যায় এবং পরে ব্যানার, মাইক ও চেয়ারসহ সভার সরঞ্জাম জব্দ করে পুলিশ।
এ ব্যাপারে মামলার তদন্ত কর্মকর্তা ও সদর থানার সেকেন্ড অফিসার কামরুল হাসান বলেন, জামায়াত নেতা মোহাম্মদ আলী দীর্ঘদিন ঘাপটি মেরে থেকে নানা অপতৎপরতায় লিপ্ত ছিল। সে গত ২৬ জুলাই রাতে শহরের কাজীবাড়ি পুকুরপাড় সংলগ্ন এক ছাত্রমেসে নাশকতার পরিকল্পনা ও প্রস্তুতি গ্রহণের ঘটনায় জড়িত ছিল মর্মে যথেষ্ট সাক্ষ্য-প্রমাণ পাওয়া যাচ্ছে। এছাড়া ওই ঘটনার পর থেকেই সে পলাতক ছিল। এজন্য তাকে ওই মামলায় গ্রেফতার দেখিয়ে রিমান্ডের আবেদনসহ আদালতে সোপর্দ করা হয়েছে।
শেরপুর টাইমস/ বা.স