জামায়াত একটি বিধ্বংসী দল বলে মন্তব্য করেছেন ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ। তিনি বলেন, জামায়াত ধর্মকে রাজনীতিতে ঢাল হিসেবে ব্যবহার করে ইসলামের মূল্যবোধ নষ্ট করেছে, মানুষকে ধোকা দিয়েছে।
শুক্রবার রাতে সংযুক্ত আরব আমিরাতে বিভিন্ন পেশায় কর্মরত প্রবাসী বাংলাদেশি ওলামা মাশায়েখদের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি এ মন্তব্য করেন। ওলামা মাশায়েখ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন মাওলানা নূরুল কবির ও মীর কামাল।
অনুষ্ঠানে কওমি শিক্ষা ব্যবস্থাকে সম্মানিত করা, শরিয়ত বিরোধী কোনো আইন পাস না করা, হজ ব্যবস্থার উন্নয়ন ও দেশের ৫৮ জন বিশিষ্ট আলেম হজে পাঠানোসহ আলেম সমাজকে মূল্যায়নের বিভিন্ন দিক তুলে ধরেন মন্ত্রী।
তিনি বলেন, আওয়ামী লীগ কথায় নয়, কাজে বিশ্বাস করে। শেখ হাসিনা কথা দিয়ে কথা রাখেন।
প্রতিমন্ত্রী বলেন, জঙ্গিবাদ ও সন্ত্রাস নির্মূলে মুসলমানদের মধ্যে ঐক্যের বিকল্প নেই। যে কোনো মূল্যে ঐক্য অটুট রাখতে হবে ইসলাম ধর্মের স্বার্থে।