দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে জামালপুর জেলা যুবলীগের সভাপতি ও সাধারণ সম্পাদককে সাময়িক অব্যাহতি দিয়েছে কেন্দ্রীয় যুবলীগ। সোমবার বাংলাদেশ আওয়ামী যুবলীগের দপ্তর সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান মাসুদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়- দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে বাংলাদেশ আওয়ামী যুবলীগ জামালপুর জেলা শাখার সভাপতি রাজন সাহা রাজু ও সাধারণ সম্পাদক ফারহান আহমেদকে সংগঠন থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে এবং সেই সঙ্গে সহ-সভাপতি এরশাদ হোসেন সোহেলকে বাংলাদেশ আওয়ামী যুবলীগ, জামালপুর জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি ও যুগ্ম-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রাশেদুল ইসলাম খোকনকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
#যুগান্তর