আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় এবং বিদ্রোহী প্রার্থীর পক্ষে কাজ করায় জামালপুর সদর উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন শাখার চার নেতাকে বহিষ্কার করা হয়েছে।
সেমবার (৮ নভেম্বর) বিকেলে সদর উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মো. শফিউদ-দৌলা চিশতির সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বহিষ্কৃতরা হলেন- সদর উপজেলার ২ নম্বর শরিফপুর ইউনিয়ন আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মো. মিজানুর রহমান খোকা, সংস্কৃতি বিষয়ক সম্পাদক মো. হারুন অর রশিদ ও সদস্য মো. মোস্তাফিজুর রহমান মোস্তাক এবং ওই ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি মো. সাইফুল ইসলাম।
এ বিষয়ে জামালপুর সদর উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মো. শফিউদ-দৌলা চিশতি জানান, ইউপি নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থীর বিরুদ্ধে অবস্থান নেওয়ায় এর আগেও ২৫ জনকে বহিষ্কার করা হয়েছে। আজ সোমবার আরও চারজনকে বহিষ্কার করা হলো। দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে দলের গঠনতন্ত্র অনুযায়ী তাদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেয়া হয়েছে।
#জাগো নিউজ