জামালপুরের মাদারগঞ্জের বালিজুড়ি টু সারিয়াকান্দি সড়কের বিল্লালের মোড় থেকে ১৫০ বোতল ফেনসিডিলসহ মো. সৌমিত (২৫) ও জসিম উদ্দিন (৩০) নামে দুই যুবককে আটক করেছে র্যাব। শনিবার (২৫ নভেম্বর) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৪ জামালপুরের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার মেজর মো. আবরার ফয়সাল সাদীর নেতৃত্বে একটি আভিযানিক দল বালিজুড়ি টু সারিয়াকান্দি সড়কের বিল্লালের মোড়ে চেকপোস্ট বসিয়ে তাদের আটক করে। আটকের পর মাদারগঞ্জ মডেল থানায় তাদের হস্তান্তর করা হয়েছে।
আটক মো. সৌমিত ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার গুদাগাড়ী এলাকার মো. খালেকের ছেলে ও জসিম উদ্দিন গাজীপুর জেলার সদর উপজেলার শিরিরচালা গ্রামের হাজী মিন্নাত আলীর ছেলে।
এ সময় মাদক পাচারকালে তাদের ব্যবহৃত একটি মোটরসাইকেল ও ৩টি মোবাইল সেট মাদক বিক্রির ৩০৭৫ টাকা জব্দ করা হয়।
র্যাব জানায়, আটক সৌমিত ও জসিম দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন জেলায় মাদক ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। জব্দ ফেনসিডিলের বাজারমূল্য এক লাখ পঞ্চাশ হাজার টাকা। মাদারগঞ্জ মডেল থানার ওসি মোহাম্মদ মাহবুবুল হক জানান, ফেনসিডিলসহ র্যাবের অভিযানে আটক দুই ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আইনে একটি মামলা প্রক্রিয়াধীন। রোববার (২৬ নভেম্বর) তাদের জামালপুর আদালতে পাঠানো হবে।