জামালপুরে হিজড়াদের জীবনমান উন্নয়নে পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ দুপুরে হিজড়াদের সংগঠন সিঁড়ি সমাজ কল্যান সংস্থার আয়োজনে ও বন্ধু সোসাল ফেয়ার সোসাইটির সহযোগীতায় শহরে স্থানীয় পুরাতন পৌরসভাগেট সংলগ্ন জেএফসি হোটেল মিলনায়তনে অনুষ্ঠিত পরামর্শ সভায় সিঁড়ি সমাজ কল্যান সংস্থার সভাপতি ইঞ্জিনিয়ার জাতীয় জয়ীতা আরিফা ইয়াসমিন ময়ুরীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক রাসেল সাবরিন,জেলা তথ্য কর্মকর্তা মোঃ জালাল উদ্দিন, ,নারী নেত্রী শামীমা খান,সাইদা আক্তার,জেলা প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক সাংবাদিক ফজলে এলাহী মাকাম সহ আরো অনেকে।
এ সময় বক্তারা হিজড়াদের প্রতি সমাজের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করে তাদের কর্মমূখী প্রশিক্ষন প্রদানের মাধ্যমে সমাজের ৩য় লিঙ্গ হিসেবে নাগরিক ও রাষ্ট্রিয় অধিকার প্রদানে সকলের প্রতি আহ্বান জানান।