কোথাও একটুকুও জমি নেই লাশ দাফন করার। চারদিকে হাঁটু সমান পানি। বন্যার পানিতে তলিয়ে গেছে বসতভিটে, ফসলি জমি। বাধ্য হয়ে তাই পানিতেই জানাজা শেষে কলার ভেলায় করে ভাসিয়ে দেওয়া হয়েছে লাশ।
বন্যার পানিতে ভেসে আসা সাপের কামড়ে মৃত্যু হয় সত্তরোর্ধ মজিবর রহমানের। জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার সানন্দবাড়ি পশ্চিমপাড়া গ্রামের মৃত বাদশা মিয়ার ছেলে মজিবর। বৃহস্পতিবার রাতে পানিতে নিমজ্জমান নিজ বাড়িতে মজিবর রহমানকে কামড় দেয় বিষধর সাপ। প্রতিবেশীরা তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেওয়ার সময় মৃত্যু হয় তার।
শুক্রবার (১৯ জুলাই) সকালে তার জানাজা হয় বাড়ির আঙিনায় হাঁটু সমান পানিতেই। দাফন করার মতো কোথাও জেগে থাকা জমি না থাকায় কলার ভেলায় করে ভাসিয়ে দেওয়া হয় তার মৃতদেহ।
দেওয়ানগঞ্জের চর আমখাওয়া ইউনিয়নের চেয়ারম্যান আজিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।