জামালপুরের ইসলামপুর উপজেলার যমুনা নদীর বিভিন্ন পয়েন্টে বৃৃহস্পতিবার সকাল থেকে বাড়তে শুরু করেছে।
জামালপুর পানি উন্নয়ন বোর্ডের পানি পরিমাপক (গেজ রিডার) আব্দুল মান্নান জানান, বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে গত দুই দিনে যমুনার পানি ৫১ সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়েছে। যমুনার পানি বর্তমানে পানি পরিমাপক স্কেলের ১৯.৩৬ থেকে ১৯.৫০ মিটার ছুই ছুই করছে। যা বিপদসীমা অতিক্রম করতে আর মাত্র ১৪ সেন্টিমিটার বাকি।
ইতোমধ্যেই পানি বৃদ্ধিতে ইসলামপুরের উপজেলা আভ্যন্তরীণ নদী-নালা ও খাল-বিল নিন্মাঞ্চল প্লাবিত হতে শুরু করেছে।