জামালপুর সদর উপজেলায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (২৭ সেপ্টেম্বর) বিকালে উপজেলার ইটাইল পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
মারা যাওয়া দুই শিশু হলো- ইটাইল পূর্বপাড়া গ্রামের এরশাদ আলীর মেয়ে ইশরাত জাহান মনি (৭) ও একই গ্রামের স্বপন মিয়ার মেয়ে শাপলা খাতুন (৬)। তারা ইটাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী ছিল। সম্পর্কে তারা চাচাতো-জ্যাঠাতো বোন।
নরুন্দি তদন্ত কেন্দ্রের ইনচার্জ (পুলিশ পরিদর্শক) টিপু সুলতান জানান, ইশরাত জাহান মনি ও শাপলা খাতুন অন্য শিশুদের সঙ্গে বাড়ির পাশে খেলতে গিয়ে নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজির পর সন্ধ্যায় বাড়ির পাশের পুকুর থেকে তাদের লাশ উদ্ধার করে স্থানীয়রা। খেলতে গিয়ে পুকুরে পড়ে শিশু দুটির মৃত্যু হয়েছে বলে ধারনা করা হচ্ছে।