জামালপুর সদর উপজেলায় নদী থেকে মো. মমিনুল ইসলাম (৫২) নামে এক স্কুল শিক্ষকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (২৫ আগস্ট) সকালে উপজেলার মেষ্টা ইউনিয়নের চান্দের হাওড়া এলাকায় ঝিনাই নদী থেকে ওই মরদেহটি উদ্ধার করা হয়।
ওই শিক্ষক উপজেলার হাজিপুর এলাকার মৃত আব্দুল মান্নানের ছেলে। তিনি হাজিপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ছিলেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সকাল ১০ টার দিকে চান্দের হাওড়া এলাকার ঝিনাই নদীতে মো. মমিনুল ইসলামের লাশ ভাসতে দেখে স্থানীয়রা। পরে স্বজন ও স্থানীয়রা লাশটি উদ্ধার করে বাড়িতে নিয়ে যান।
খবর পেয়ে পুলিশ নিহতের বাড়িতে যান এবং লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করেন। পরিবারের কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়ার মাধ্যমে লাশের দাফন-কাফনের অনুমতি দেয় পুলিশ।
নিহতের এক চাচাতো ভাই সাংবাদিকদের বলেন, পানিতে ডুবে তার মৃত্যু হয়েছে। এ ছাড়া কোনো অভিযোগ নেই আমাদের।
এ বিষয়ে জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহনেওয়াজ বলেন, এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। নিহত ওই শিক্ষকের স্ত্রীর আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।