সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, বিশিষ্ট লেখক অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবালের উপর হামলার প্রতিবাদে শেরপুরে বিক্ষোভ মিছিল করেছে জেলার বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন।
৪ মার্চ রবিবার সকালে শহরের নিউমার্কেট এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শেরপুর সরকারি কলেজে গিয়ে শেষ হয়। পরে সেখানে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন শেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. একেএম রিয়াজুল হাসান, জেলা মানবাধিকার কমিশন ও জেলা ডায়াবেটিক সমিতিরর সভাপতি রাজিয়া সামাদ ডালিয়া, সহযোগী অধ্যাপক শিব শংকর কারুয়া শিবু, মুক্তিযোদ্ধা তালাপতুফ হোসেন মঞ্জু, বিতার্কিক এমদাদুল হক রিপন, শিক্ষার্থী খন্দকার শাহরিয়ার সৌরভ প্রমুখ। ওইসময় বক্তারা ড. জাফর ইকবালের উপর হামলার তীব্র নিন্দা জানান এবং দ্রুত ওই ন্যাক্কারজনক ঘটনার সাথে জড়িতদের বিচার দাবি করেন।
উল্লেখ্য, শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে হামলার শিকার হন ড. জাফর ইকবাল। তার মাথায় এবং হাতে ছুরিকাঘাত করে হামলাকারী যুবক ফয়জুর।