বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ জাতীয় ক্রিকেট দলের হয়ে খেলার স্থান করে নিয়েছে শেরপুরের নকলা উপজেলার চর অষ্টধর ইউনিয়নের নারায়ণখোলা গ্রামের রেজাউল করিমের ছেলে রাকিবুল আতিক।
আতিক জেলার প্রথম ক্রিকেটার হিসেবে বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ জাতীয় ক্রিকেট দলে স্থান পাওয়া বামহাতি স্পিনার ও ডানহাতি মিডল অর্ডার ব্যাটসম্যান। সে গাজী টায়ার ক্রিকেটার্স হান্টের ক্রিকেটার বাছাই পর্বে বাছাই হওয়া ২২ জনের মধ্যে একজন।
তথ্য সূত্রে জানা গেছে, ২২ জনের মধ্যে অনুর্ধ্ব-১৯ দলের স্কোয়াডে ডাক পাওয়া ৪ খেলোয়ারের মধ্যে একজন। আগামী সেপ্টেম্বরে দেশের মাটিতে অনুষ্ঠিত হতে যাওয়া যুব এশিয়া কাপে জাতীয় খেলোয়াড় হিসেবে অভিষেক ঘটবে। ওই এশিয়া কাপকে ঘিরে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ব্যাপক প্রস্তুতি নিচ্ছে। প্রস্তুতির অংশ হিসেবে বাংলাদেশ ক্রীড়া শিা প্রতিষ্ঠান (বিকেএসপি) মাঠে ইতোমধ্যে তাদের নিয়ে নিয়মিত অনুশীলন শুরু হয়েছে।
আতিক নকলা উপজেলার নারায়ণখোলা উচ্চ বিদ্যালয় থেকে এস.এস.সি পাশের পর বর্তমানে ময়মনসিংহ শহরের আলমগীর মেমোরিয়াল মিন্টু কলেজের অধ্যায়নরত ।
শেরপুরের নকলা উপজেলার ক্রীড়া প্রেমী সবার ফেসবুক ওয়ালে স্থান করে নিয়েছে রাকিবুল আতিক।