সেরা অভিনেত্রী হিসেবে ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেলেন কঙ্গনা রানাওয়াত। ‘মণিকর্নিকা’ ও ‘পঙ্গা’ ছবিতে অভিনয়ের জন্য সেরা অভিনেত্রী হিসেবে জাতীয় পুরস্কার পেলেন তিনি।
ভারতের রাজধানী দিল্লির বিজ্ঞানভবনে ৬৭তম ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ডসের আয়োজন করা হয়। অভিনেত্রী হাতে পুরস্কার তুলে দেন দেশটির উপ-রাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডু।
এ দিন অনুষ্ঠানে কঙ্গনাকে ট্রাডিশনাল পোশাক শাড়িতে দেখা গেছে। স্টেজে যখন পুরস্কার নিতে উঠেছিলেন তিনি বেশ উচ্ছ্বসিত ছিলেন। পুরস্কার গ্রহণ করার পর সামাজিক মাধ্যমে ধনুষের সঙ্গে ছবি শেয়ার করেছেন অভিনেত্রী।
এই প্রথম নয়, এর আগেও জাতীয় পুরস্কার পেয়েছেন কঙ্গনা। এ নিয়ে চতুর্থবার জাতীয় পুরস্কার পেলেন অভিনেত্রী। ‘ফ্যাশন’, ‘তনু ওয়েডস মনু রিটার্ন’ ও ‘কুইন’ ছবিতে অভিনয়ের জন্য জাতীয় পুরস্কার পেয়েছিলেন অভিনেত্রী।