জাতীয়করণের দাবিতে বাংলাদেশ শিক্ষক সমিতি (বাশিস) এর এক সভা অনুষ্ঠিত হয়েছে।
কেন্দ্রীয় সভাপতি মোঃ নজরুল ইসলাম রনির সভাপতিত্বে বৃহস্পতিবার রাতে মিটিং প্লাটফর্ম জুমের মাধ্যমে এই ভার্চ্যুয়াল সভা অনুষ্ঠিত হয়।
শিক্ষকদের প্রাণের দাবি জাতীয়করণ ইস্যু প্রাধান্য পায় আলোচনা সভায় । দাবিতে চলমান আন্দোলন সংগ্রামের অংশ হিসেবে জাতীয় প্রেসক্লাবে আলোচনা সভার আয়োজন, সংবাদ সম্মেলন করা, ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে ঢাকায় শিক্ষক সমাবেশ করার পরিকল্পনা নেওয়া হয়।
এছাড়া দেশব্যাপী আরও সাংগঠনিক শক্তি বৃদ্ধিকল্পে বিভিন্ন পরিকল্পনা ও আলোচনা হয়।
সভায় সংযুক্ত থেকে অন্যান্যের মধ্যে সমিতির উপদেষ্টা অধ্যক্ষ মোহাম্মদ ফজর আলী স্যার সহ কেন্দ্রীয় ও জেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।