আসন্ন ২৩তম কনফারেন্স অব পার্টিজের (কপ) জলবায়ু বিষয়ক সম্মলেন সামনে রেখে জলবায়ু অর্থায়নে স্বচ্ছতা ও জবাবদিহিতার দাবিতে শেরপুরের নালিতাবাড়ীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে সচেতন নাগরিক কমিটি (সনাক)-টিআইবির আয়োজনে উপজেলা পরিষদের মূল ফটকের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তরা বলেন, দূষণকারী দেশ কর্তৃক ঋণ নয়, ক্ষতিপূরণ প্রদান করতে হবে। ২০১৮ থেকে ২০৩০ সাল পর্যন্ত সময়কালে উন্নয়ণশীল দেশ গুলোকে প্রতি বছর ১০০ বিলিয়ন জলবায়ু তহবিল প্রদানে অভিযোজন বাবদ চাহিদা মাফিক সহায়তা প্রদানে একটি সুনিদিষ্ট , সময়াবদ্ধ চাহিদা মাফিক রোডম্যাপ প্রনয়ণ করতে হবে।
জলবায়ু-তাড়িত বাস্তুচ্যুতদের পুনর্বাসন, কল্যান এবং অর্থনৈতিক সমৃদ্ধি নিশ্চিতে জিসিএফ এবং অভিযোজন তহবিল থেকে বিশেষ বরাদ্ধ করতে নিশ্চিত করতে হবে।
সচেতন নাগরিক কমিটির (সনাক) সভাপতি জোবায়দা খাতুনের সভাপতিত্বে মানববন্ধনের সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তরফদার সোহেল রহমান।
অন্যান্যের মাধ্যে সনাকের সদস্য কোহিনূর রুমা, মোজাম্মেল হক ও টিআবির আঞ্চলিক ব্যবস্থাপক আতিকুর রহমান সুমন প্রমুখ বক্তব্য রাখেন।