শেরপুরের ঝিনাইগাতী উপজেলা পরিষদের সভাকক্ষে ২৭ নভেম্বর সোমবার বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুত আশ্রয়ণ-২ প্রকল্পের অধীনে “যার জমি আছে ঘর নাই, তার নিজ জমিতে গৃহ নির্মাণ” প্রকল্পের উপকার ভোগীদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন শেরপুর -৩ আসনের এমপি প্রকৌশলী ফজলুল হক চাঁন। ইউএনও ফারহানা করিমের সভাপতিত্বে সভায় জেলা পরিষদ সদস্য মো. আবু তাহের, ঝিনাইগাতী সদর চেয়ারম্যান মোফাজ্জল হোসেন চাঁন, আওয়ামী লীগ নেতা আলহ্বাজ মো. বেলায়েত হোসেন প্রমূখ বক্তব্য রাখেন।
ইউএনও ফারহানা করিম জানান, ২০১৭-২০১৮ অর্থবছরে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতি অনুযায়ী প্রাথমিক পর্যায়ে উপজেলার ১৮৭ জন গৃহহীণের তালিকা প্রস্তুত হয়েছে। আগামী ডিসেম্বর মাসের মধ্যে এদের প্রত্যেককে ১ লাখ টাকা মূল্যের একটি করে পাকাবাড়ী তৈরি করে দেওয়া হবে। তিনি বলেন, এ উপলক্ষে আজ ওই গৃহহীণদের সাথে এমপি মহোদয় মতবিনিময় করলেন। পর্যায়ক্রমে সকল গৃহহীণদের বাড়ী তৈরি করে দেওয়া হবে।
শেরপুর টাইমস/ বা.স