জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ময়মনসিংহ জেলা ছাত্রকল্যাণ পরিষদের কমিটিতে সভাপতি আবু ইমাম গাজ্জালী ও সাধারণ সম্পাদক মশিউর রহমান আদি দায়িত্ব পেয়েছেন।
গত শনিবার (১২ ফেব্রুয়ারি) সংগঠনের পুনর্মিলনী ও সাধারণ সভায় উপদেষ্টা পরিষদ দুই সদস্যের আংশিক কমিটির অনুমোদন দেন।
উক্ত পুনর্মিলনী ও সাধারণ সভায় উপস্থিত ছিলেন মো. হানিফ, মো. জাহাঙ্গীর আলম, তানভীর রহমান খান, তানজিলা শিমু, রুহুল আমিন, জহির রায়হান আগুন, পরাগ হোসাইন, আকিব বিন বারী, মেহেদি হাসান শুভ, ফজলে রাব্বীসহ ময়মনসিংহ জেলা ছাত্রকল্যাণ পরিষদের নেতৃবৃন্দ। সাধারণ সভায় সিনিয়র উপদেষ্টাগনের মতামতের ভিত্তিতে উক্ত কমিটি প্রদান করা হয়।
সভাপতি আবু ইমাম গাজ্জালী জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০১৬-১৭ সেশনের শিক্ষার্থী এবং সাধারণ সম্পাদক মশিউর রহমান আদি পদার্থবিজ্ঞান বিভাগের একই সেশনের শিক্ষার্থী।
সভাপতি আবু ইমাম গাজ্জালী দায়িত্ব পেয়ে বলেন, আমরা ময়মনসিংহ জেলা হতে আগত সব শিক্ষার্থী যেন কোনো ধরনের সমস্যায় না পড়ে এটাকেই সবচেয়ে বেশি প্রাধান্য দিয়ে কাজ করব। কাঁধে কাঁধ মিলিয়ে সকলের সহযোগিতার মাধ্যমে একটি সুন্দর ও আদর্শিক সংগঠন হিসাবে সবার কাছে উপস্থাপন করায় আমাদের মূল লক্ষ্য।