জঙ্গিবাদ দমনে সফলতা অর্জন করায় পুলিশ বাহিনীকে ধন্যবাদ জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন- পুলিশকে শক্তিশালী, আধুনিক ও উন্নত বাহিনীতে পরিণত করার লক্ষ্যে সব ধরনের ব্যবস্থা নিয়েছে আওয়ামী লীগ সরকার। রবিবার গণভবনে ভিডিও কনফারেন্সের এর মাধ্যমে রংপুর মেট্রোপলিটন ও গাজীপুর মেট্রোপলিটন পুলিশ ইউনিট এর উদ্বোধন করে এ কথা বলেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, একটা দেশের উন্নয়নের জন্য সবচেয়ে বেশি প্রয়োজন আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখা। পুলিশ বাহিনীকে তাই নিষ্ঠা ও দায়িত্বশীলতার সাথে দায়িত্ব পালনের জন্য আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, ‘পুলিশের বিভিন্ন কার্যক্রমের জন্য পুলিশের ওপর জনগণের আস্থা ফিরে এসেছে। গাজীপুর ও রংপুরের আইনশৃঙ্খলা উন্নয়নে এই দুই পুলিশ ইউনিট ভূমিকা রাখবে। এর ফলে এসব অঞ্চলে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা বাড়বে, অপরাধ নিয়ন্ত্রণে থাকবে ও জনসাধারণ নির্বিঘ্নে জীবনযাপন করতে পারবে।’
তিনি জানান, উন্নয়নশীল দেশ হিসেবে বাংলাদেশ এখন স্বীকৃত। তাই বাংলাদেশ কারো কাছে হাত পেতে চলবে না বরং আত্মমর্যাদার নিয়ে এগিয়ে যাবে। তিনি আরও বলেন, সরকারের কাজই হচ্ছে জনগণের সেবা করা, জনসাধারনের সেবা নিশ্চিত করতেই প্রাশাসনিক বিকেন্দ্রীকরণের পদক্ষেপ নেয়া হয়েছে। আমি চাই আমাদের দেশ একটা শান্তিপূর্ণ পরিবেশে অর্থনৈতিক উন্নয়নের দিকে এগিয়ে যায়।’
পুলিশ বাহিনীর উন্নয়নে আওয়ামী সরকারের অবদানের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘পুলিশ বাহিনীকে অনেক কষ্ট করতে হয়। ১৯৯৬ সালে মাত্র ২০ শতাংশ পুলিশ রেশন পেতো, আমি সেখান থেকে তা বাড়িয়ে দিয়েছি, অন্যান্য সুযোগ সুবিধা নিশ্চিত করতে পদক্ষেপ নিয়েছি, তাদের আবাসন ব্যবস্থা করেছি। আজকে রংপুর ও গাজীপুর মেট্রোপলিটন পুলিশের দুটি ইউনিউ চালু করছি যাতে এই দুই অঞ্চলের মানুষ আইনি সেবা পেতে পারে।’
জঙ্গিবাদ দমনে পুলিশের প্রশংসা করে তিনি বলেন, ‘বিএনপি জামায়াত জোটের অগ্নিসন্ত্রাসের শিকার হয়েছে পুলিশ বাহিনী। প্রায় ২৭ জন পুলিশ নিহত হয়েছে সেসময়। দেশে বাংলাভাই, জঙ্গিবাদের বিস্তার ঘটেছিল। পুলিশ বাহিনীকে ধন্যবাদ জানাই, তারা সময়োচিত সিদ্ধান্ত নিয়ে দেশকে জঙ্গিবাদমুক্ত রাখতে চেষ্টা করে যাচ্ছে।’
প্রধানমন্ত্রী বলেন, উত্তরবঙ্গ এক সময় অবহেলিত ছিলো। আমরা সেখানে ইপিজেড করেছি, অর্থনৈতিক অঞ্চল করেছি। আমরা রংপুরকে বিভাগ করেছি। এখন রংপুরকে মেট্রোপলিটন পুলিশ ইউনিট ঘোষণা করেছি। আমরা উত্তরবঙ্গের উন্নয়নে কাজ করে যাচ্ছি।’
দেশের সার্বিক উন্নয়নের প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘২০৪১ সালে বাংলাদেশকে উন্নত দেশ হিসেবে গড়তে চাই। ২১০০ সালে বাংলাদেশকে আরো উন্নত করতে আমরা ডেল্টা প্ল্যান করেছি। প্রজন্মের পর প্রজন্ম যাতে সুন্দর উন্নত দেশে শিশুদের জন্ম নিশ্চিত করতে পারে সেই পরিকল্পনা করছি।’