ছয়দফার কারণেই বাঙালি স্বাধীনতার স্বপ্ন দেখতে শুরু করেছিল আর জাগ্রত হয়েছিলো চেতনা। রোববার গণভবন থেকে ঐতিহাসিক ছয় দফা দিবসের অনলাইন আলোচনায় অংশ নিয়ে এ কথা বলেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ঐতিহাসিক ছয়দফা দিবস উপলক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে ভিডিওকনফারেন্সের মাধ্যমে আলোচনা সভা করেছে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জন্মশত বার্ষিকী উদযাপন ও বাস্তবায়ন জাতীয় কমিটি।
অনুষ্ঠান সঞ্চালনা করেন জন্মশত বার্ষীকি উদযাপন ও বাস্তবায়ন জাতীয় কমিটির সমন্বয়ক ড. কামাল আব্দুল নাসের চৌধুরী। আর মূল প্রবন্ধ পাঠ করেন অধ্যাপক সৈয়দ মন্জুরুল ইসলাম।
আলোচনায় অংশ নিয়ে আওয়ামী লীগের শীর্ষ নেতারা বলেন ছয়দফার মাধ্যমেই বাঙালির স্বাধীকার আন্দোলনের বীজবপন হয়েছিলো।
সভাপতির বক্তব্যে ছয়দফার প্রেক্ষাপট তুলে ধরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ছয় দফাই এদেশের মানুষের স্বাধীনতার চেতনাকে জাগ্রত করেছিলো। বলেন, ছয় দফার অন্তর্নিহিত দাবিই ছিলো স্বাধীনতা। আর সেজন্যই দেশের আপামর জনগণ সেদিন ছয় দফার সমর্থনে রাস্তায় নেমে এসেছিলো। এসেছিলো বঙ্গবন্ধুর সাধের স্বাধীন বাংলার আন্দোলনে বাংলার মানুষের সমর্থন।
ছয়দফার আন্দোলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ভূমিকাও তুলে ধরেন প্রধানমন্ত্রী।
সর্বপরি স্বাধীনতার সনদ ছয় দফা আন্দোলনে শহীদের প্রতি শ্রদ্ধা জানান বক্তারা।